রক্তযোগ একটি প্ল্যাটফর্ম, যা জরুরি রক্তের প্রয়োজন হলে আপনাকে রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের সাথে দ্রুত সংযোগ স্থাপনে সহায়তা করে।
Logo

"রক্তের দরকার পরলে বুঝা যায় এর গুরুত্ব কতটা। এই ডিজিটাল যুগে এসে আজও অনেক মানুষ মারা যায় সঠিক সময়ে রক্ত না পাওয়ার কারনে। জুলাই মাসে যখন অসংখ্য ছাত্র জনতা নির্মমতার শিকার হয়ে হাসপাতালের বেডে অপেক্ষায় ছিলেন রক্তের জন্য, তাদের জন্য রক্ত চেয়ে যে পোস্ট করা হচ্ছিলো ফেসবুকে মূলত তা থেকেই আমাদের এই প্লাটফর্মের চিন্তা মাথায় আসে। আমরা এমন একটি প্লাটফর্মের কথা ভাবছিলাম যেখানে সবাই রক্তের জন্য তথ্য ব্রডকাস্ট করতে পারবেন আর যারা ভালোর জন্য কাজ করেন তারা যাতে সে তথ্য আরো মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন। একটা চিন্তা থেকে আমাদের আরো ভালো করে এই প্লাটফর্ম বানানো আর তা হলো: রক্ত জীবন বাচায়।"

Image 1

আরেফিন আহমেদ

UI/UX

Image 2

সাকিব মাহমুদ

Creative Lead

Image 3

ফারদিন শাদাব

Frontend Development

Image 4

অভিষেক দত্ত

System Architect & Project Manager